একটা যুদ্ধ চলছে, যুদ্ধ। কোটি কোটি বছর ধরেই চলছে। এ যুদ্ধ এতোটাই ভয়াবহ যে ট্রিলিয়ন ট্রিলিয়নে মারা যাচ্ছে প্রতিদিন। পৃথিবীর ইতিহাসে এমন তীব্র আর ভয়াবহ যুদ্ধ আর কখনোই দেখা যায় নি। কিন্তু আমরা মানুষেরা কিন্তু এই যুদ্ধের কিছুই টের পাচ্ছি না। এখন নিশ্চয়ই ভাবছেন, এই যুদ্ধ করছেটা কারা? ইজরায়েল হামাস রাশিয়া না ইউক্রেন? আর কেনইবা করছে? তাই না? সঠিক উত্তর হচ্ছে, এদের কেউই না। আজ আমরা জানবো এই পৃথিবীতে প্রাণের উৎপত্তির পর থেকেই চলে আসা লাগাতার সেই যুদ্ধ ও তার ফলাফল নিয়ে। তবে চলুন, শুরু করা যাক। এই যুদ্ধ করছে আমাদের গ্রহের সবচেয়ে মারাত্মক সত্ত্বাটি। নাম তার ব্যাক্টেরিওফেজ (Bacteriophage) , ছোট করে যাকে আমরা ফেজ/ফাজ (Phage) বলে ডাকি। তো এই ফেজ/ফাজ আসলে কি? আসলে ফেজ/ফাজ হচ্ছে ভাইরাস। জড় আর জীবের মাঝামাঝি এক স্বত্বা। এরা পুরোপুরি জীবিতও না, আবার পুরোপুরি মৃতও না। এদের মাথাটা একটু অদ্ভুত আকারের।এই বিশেষ আকারটির নাম “আইকোসাহেড্রন (Icosahedron)” । এই আকারের বিশেষত্ব হচ্ছে এতে সব সময় ২০টা সারফেস আর ৩০টা কিনারা থাকবে। এই মাথার ভেতরেই ভাইরাসের যাবতী...
বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের বাংলা প্ল্যাটফর্ম