আমাদের মানুষদের সংখ্যা দিন দিন যেন আকাশ ছুঁতে চাইছে। ইতিহাসের কখনোই আমাদের পৃথিবীতে এখনকার মত এত মানুষ ছিলো না। ১৮০০ সালে আমরা ছিলাম মাত্র ১ বিলিয়ন, ১৯৪০ সালে হয়ে দাঁড়ালাম ২.৪ বিলিয়ন, ১৯৭০ নাগাদ হলাম ৩.৭ বিলিয়ন আর ২০১৮ নাগাদ আমাদের সংখ্যা হল প্রায় ৮ বিলিয়ন। ২০২৪ সালের শেষে এসে আমাদের পৃথিবীর বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ৮.২ বিলিয়নে। অর্থাৎ, গত একশ বছরে আমাদের জনসংখ্যা বেড়েছে চারগুনেরও বেশি। তাহলে সামনের ১০০ বছর পরে কি হবে? আর জনসংখ্যার এই বিস্ফোরণের প্রভাব আমাদের ভবিষ্যতের ওপর কেমন হবে? আগামীতে কি উদ্বাস্তুর সংখ্যা কি অতিরিক্ত বেড়ে যাবে? মানুষকে বাধ্য হয়ে অন্য কোন অঞ্চলে পাড়ি দিতে হবে? শহরের বস্তিগুলোতে উপচে পড়া মানুষ থাকবে? শহরগুলো কি মহাদেশের মতই বড় হয়ে যাবে? রোগ-জীবানু ,দূষণ,শক্তি/পানি/খাবারের জন্য সন্ত্রাস, বিশৃঙ্খলার মত সমস্যাগুলো ভয়াবহ আকার ধারন করবে? মানুষ কি শুধু নিজেদের বাঁচাতেই ব্যস্ত থাকবে? জনবিস্ফোরণ কি আমাদের জীবনযাত্রা ধ্বংস করে দিবে? নাকি এই সব ভবিষ্যৎবানী ভিত্তিহীন আশঙ্কা ছাড়া আর কিছুই না? চলুন দেখে নেই ১৯৬০ সালের দিকে, জনসংখ্যা বৃদ্ধির হা...
Sci Bros
বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের বাংলা প্ল্যাটফর্ম